ফ্রিতে Sketchware Project Store ডাউনলোড করুন।
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব । একটি Sketchware Project নিয়ে কথা বলব ।
Sketchware কি ?
Sketchware হচ্ছে একটি মোবাইল দিয়ে অ্যাপ তৈরি করার প্ল্যাটফর্ম । এই অ্যাপসটির অনেক ভার্সন রয়েছে । এটি দিয়ে সহজে যে কেউ মোবাইল এপ্লিকেশন তৈরি করতে পারবে এবং প্লে স্টোর এ অ্যাপস টি পাবলিশ করতে পারবে । তাহলে হয়তো বা আপনি বুঝতে পেরেছেন Sketchware কি ?
Project store কি ?
Project store হচ্ছে একটি Sketchware এর প্রজেক্ট । এই প্রজেক্টটি দিয়ে আপনি একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন । অ্যাপ্লিকেশনটির কাজ হচ্ছে এই অ্যাপ্লিকেশনটিতে আপনার বিভিন্ন Sketchware প্রজেক্ট আপলোড করতে পারবেন এবং বিভিন্ন আইকন, কোড আপলোড দিয়ে এডস এর মাধ্যমে আর্নিং জেনারেট করতে পারবেন ।
Project Store টিতে কি কি ফিচার রয়েছে ?
প্রজেক্ট স্টোর টিতে আপনার প্রোফাইল ফটো, নাম, লিঙ্গ, দেশ এড করতে পারবেন । ইউজার চাইলে প্রজেক্ট আপলোড করতে পারবে সেখানে । এডমিন প্যানেল থেকে ইউজারকে ব্লক এবং আনব্লক করতে পারবেন । বিভিন্ন ব্যাজ দিতে পারবেন ইউজারকে । ভেরিফাইড ব্যাজ, এডমিন ব্যাজ, মালিক ব্যাজ ইত্যাদি । ইউজার চাইলে গান ও শুনতে পারবে আপনার সেট করা গান । আরো রয়েছে নিউজ ফিড । আরো বিভিন্ন ফিচার রয়েছে যা আপনাকে বলতে গেলে সারাদিন লেগে যাবে ।
Project Store Project ডাউনলোড এবং টিউটোরিয়াল
প্রজেক্ট স্টোর ডাউনলোড করার জন্য নিচের ডাউনলোড করুন বাটনে ক্লিক করতে হবে । ক্লিক করার পর ডাউনলোড হয়ে যাবে । অথবা আপনাকে ডাউনলোড করার একটি অপশন দেখাবে উপরে । সেখান থেকে ডাউনলোড করে নিবেন । আর যদি টিউটোরিয়ালের কথা বলি তাহলে টিউটোরিয়াল লিংক এর নিচের বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন ।
যদি আপনার এ প্রজেক্টটি ভালো লেগে থাকে আপনার মতামত জানাবেন । যদি ভালো না লেগে থাকে তাহলে বাজে কমেন্ট করবেন না । আশা করছি আমাদের সাথে সব সময় থাকবেন আমরাও আপনাদের বিভিন্ন সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ।