হোয়াটসঅ্যাপের একটি মাথা নষ্ট নতুন আপডেট ২০২৪ । WhatsApp end to end encryption 2024
হোয়াটসঅ্যাপে কিন্তু একটি নতুন আপডেট এসেছে মাথা নষ্ট আপডেট । এই আপডেটের কারণে আপনার চ্যাটিং করা মেসেজ খুবই সিকিউর থাকবে । আপনার এই মেসেজগুলো গুগল এবং হোয়াটসঅ্যাপ নিজেও দেখতে পারবে না । এ আপডেট এর আগে গুগল এবং হোয়াটসঅ্যাপ আপনাদের মেসেজ গুলো দেখতে পারত ।
এখন কথা হচ্ছে আপনি এটি কিভাবে চালু করবেন । এটি চালু করার জন্য আপনার নিচে কতগুলো স্টেপ আছে এগুলো ফলো করতে হবে আপনি ফলো করলে আপনার সিস্টেমটি চালু হয়ে যাবে ।
- হোয়াটসঅ্যাপের নতুন সেটিং এর ফুল টিউটোরিয়াল
3 ডট এ ক্লিক করার পর সেটিং দেখতে পারবেন সেটিং এ ক্লিক করবেন । সেটিং এ ক্লিক করার পর Chats লেখা দেখতে পারবেন সেটিতে একটি ক্লিক করবেন । ক্লিক করার পর Chat Backup লেখা দেখতে পারবেন একদম নিচে দুইটি অপশনের উপরে সেখানে একটি ক্লিক করে দিবেন । নিচে দুটি স্ক্রিনশট দিছি সেগুলো অনুযায়ী দেখে দেখে করবেন ।
Chat backup এ ক্লিক করার পর নিচে দেখতে পারবেন end to end encryption backup সেই বাটুন টিতে ক্লিক করবেন । ক্লিক করার পর দেখতে পারবেন নিচে Turn on লেখা সেটিতে একটি ক্লিক করবেন । ক্লিক করার পর আবার দেখতে পারবেন নিচে create new password লেখা । সেটিতে ক্লিক করার পর একটি পাসওয়ার্ড দিবেন পরের আবার পাসওয়ার্ড দিবেন । পাসওয়ার্ডটি অবশ্যই ছয় সংখ্যার উপরে হতে হবে এবং Secured পাসওয়ার্ড দিবেন । এবার Next ক্লিক করবেন । ক্লিক করার পর নিচে Create বাটন দেখতে পারবেন সেখানে একটি ক্লিক করে দিবেন । আপনার একটু লোডিং নেবে । নেয়ার পর আপনার পাসওয়ার্ড টি সেটআপ হয়ে যাবে । নিচে অনেকগুলো স্ক্রিনশট দিয়ে দিয়েছি সেগুলো দেখে দেখে করে নেবেন