Yescoin Price । Yescoin মাইনিং করবেন কিভাবে ?
আজকে আমরা কথা বলব Yescoin নিয়ে । ইতিমধ্যে আমাদের মাঝে ঝড় তুলে দিয়ে গেছে Notcoin । Notcoin দিয়ে অনেক মানুষে লাখ লাখ টাকা ইনকাম করেছে । বর্তমান সময়ে ২ টি টেলিগ্রাম বট ঝড় তুলছে । প্রথমটি হচ্ছে Tapswap আর দ্বিতীয়টি Yescoin । Tapswap জানা গিয়েছে যে ১লা জুলাই মাইনিং বন্ধ হয়ে যাবে এবং ১৫ তারিখে সবাইকে পেমেন্ট করবে ।
Yescoin নিয়ে যা যা বলব আজকে
প্রথমত আমরা তিনটি বিষয় নিয়ে কথা বলব । ১ হচ্ছে মাইনিং কিভাবে করবেন । ২ হচ্ছে কোন প্রতি কত টাকা পেতে পারেন । ৩ হচ্ছে লিস্টেড কবে হবে । এই তিনটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলব । তাহলে বেশি দেরি না করেই তথ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি ।
১. কিভাবে মাইনিং করবো ?
প্রথমে আপনি নিচে দেখতে পারবেন Yescoin Bot লেখা একটি বাটন আছে । সেই বাটনে ক্লিক করে সরাসরি টেলিগ্রামে বট স্টার্ট করবেন । করার পর Play বাটুন লেখা সেটিতে ক্লিক করে বটে প্রবেশ করবেন । পড়ে দেখতে পারবেন Back To Home বাটনটিতে ক্লিক করে দিবেন । দেয়ার পর স্ক্রিনে অনেকগুলো কয়েন দেখতে পারবেন । সেখানে শুধু মোবাইলের স্ক্রিনে কয়েন এর উপর হাত দিয়ে ঘষাঘষি করবেন । তাহলে দেখতে পারবেন আপনার কয়েন গুলো সংগ্রহ হচ্ছে । যদি না পারেন তাহলে আপনি দেখতে পারবেন নিচের টিউটোরিয়াল ভিডিও লেখা সেই বাটনটিতে ক্লিক করবেন । সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে । অথবা ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে । আপনি ভিডিওটি দেখে করে নিবেন ।
Listed কবে হবে ?
এই প্রশ্নটির জবাব আমি নিজেও জানিনা । তাদের টেলিগ্রাম চ্যাট গ্রুপে একজন ব্যবহারকারী জিজ্ঞাসা করেছিল কবে লিস্টেড হবে । তখন মডারেটর জবাব দিয়েছিল আমাদের প্রজেক্টি নতুন এখন মাইনিং করার সময় । আমরা পরবর্তী নিউজ এ জানাবো আমাদের লিস্টের ডেট । তাহলে আপনারা বুঝতে পেরেছেন লিস্টেড কবে হবে এই সম্পর্কে ।
কয়েন প্রতি কত টাকা ?
এই প্রশ্নটির জবাব ও আমার কাছে নেই । এ সম্পর্কে কোন তথ্য আমরা জানতে পারিনি । জানতে পারলে এই ওয়েবসাইটে আপডেট পেয়ে যাবেন । এই ওয়েবসাইটটিতে নিচে দেখতে পারবেন ইমেইল দিতে বলেছে সেখানে আপনি আপনার ইমেইল দিয়ে ভেরিফাই করে নিবেন । যেন পরবর্তী নতুন কোন পোস্ট আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ।
তাহলে আমি আজকের মত বিদায় নিচ্ছি । পোস্টটি তে যদি কোন ভুল হয়ে থাকে । তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন । যদি পোস্টটি ভাল লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করবেন ।